fbpx

ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে যারা ঢাকা ছেড়েছেন। তাদের জন্য ফিরতি যাত্রা নিয়ন্ত্রন করার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

১৪ মে শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশিদ আলম।

মহাপরিচালক বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা নেওয়া হোক।

তিনি বলেন, ভারতসহ অন্য দেশের ভ্যারিয়েন্ট যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক আছি। এসময় আশঙ্কা প্রকাশ করে মহাপরিচালক বলেন ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।

Advertisement
Share.

Leave A Reply