fbpx

উত্তর কোরিয়া: সাইবার হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচির তহবিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য অর্থ জোগাতে সাইবার হামলা চালাচ্ছে। আর এর মাধ্যমেই লাখো ডলার ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে দেশটি। শুক্রবার এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য দিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, ২০২০ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত সাইবার হামলা চালিয়ে দেশটি আয় করেছে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ডিজিটাল সম্পদ। এই ধরনের হামলা পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে ওঠে।

উত্তর কোরিয়ার হ্যাকাররা, সাইবার হামলার জন্য উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশে লেনদেন হয় এমন তিন ধরনের ক্রিপ্টোকারেন্সি লক্ষবস্তু করে।

প্রতিবেদনে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান চেইনএলাইসিসের করা এক গবেষণা প্রতিবেদনে গত এক মাসের তথ্যও উল্লেখ করেছে জাতিসংঘ। ওই গবেষণায় বলা হয়েছে, গেল বছর সাইবার হামলা চালিয়ে ৪০ কোটি ডলার মূল্যের সম্পদ বাগিয়ে নিয়েছে পিয়ংইয়ং।

Advertisement
Share.

Leave A Reply