fbpx

উপনির্বাচনে কারা হচ্ছেন আ.লীগ প্রার্থী?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা-১৪ কুমিল্লা-৫ এবং সিলেট-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কারা হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন।

১২ জুন, শনিবার সকালে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই লক্ষ্যে মনোনয়ন সভায় যাদের উপস্থিত থাকবার কথা, তাদের সবাইকে আগামীকাল স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপনির্বাচন হতে যাওয়া তিনটি আসনের জন্য এখন পর্যন্ত দলের ৯৪ জন ফরম জমা দিয়েছেন।

উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ই জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ভোট গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮শে জুলাই এই তিন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply