fbpx

উৎসবমুখর পরিবেশে চলছে পরিচালক সমিতির নির্বাচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন।  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)-তে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ  শুরু হয়, চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

এই নির্বাচনে ১৯ পদে লড়ছেন ৪১ নির্মাতা। নতুন নেতৃত্বের অপেক্ষায় চলচ্চিত্র পরিচালক সমিতি। নিরব বিএফডিসি এখন তাই নির্বাচনী উত্তাপে সরব।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। কাজী হায়াৎ ও শাহীন সুমন প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে মুশফিকুর রহমান গুলজার ও জাকির হোসেন রাজু্র প্যানেল। এছাড়া কোষাধ্যক্ষ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সায়মন তারিক। প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন করে প্রার্থী।

এ নির্বাচনে ভোট দিতে আসা একাধিক পরিচালক বিবিএস বাংলাকে জানান, ঢাকাই সিনেমার সুদিন ফেরাতে যারা কাজ করবেন তাদেরকেই নির্বাচিত করতে চান।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে রয়েছেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৮ জন।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1226693248258896

Advertisement
Share.

Leave A Reply