fbpx

এইচএসসির ফরম পূরণ শুরু ৮ জুন থেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৮ জুন থেকে শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণ চলবে ২২ জুন পর্যন্ত। তবে অনলাইনে ২৩ জুন পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

সোমবার (৩০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী ৮ জুন থেকে শুরু করে ২২ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ জুন প্রকাশ করা হবে।

এ বছর বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৩৩০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক ১ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো অবস্থায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য চোখে পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply