fbpx

একই কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৩৫ শিক্ষার্থী!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৩৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ছেলে ১৯ জন ও মেয়ে ১৬ জন।

রোববার ২০২২-২৩ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ২২৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার শতভাগ। এর মধ্যে এবার ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী ভালো জায়গায় ভর্তির সুযোগ পেয়েছেন। ২০১৮ সালে ৩৮ জন, ২০১৯ সালে ৩৬ জন, ২০২১ সালে ৪০ জন ও ২০২২ সালে ৩৯ জন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply