fbpx

একদিনেই স্যামসাং-এর ১২ লাখ স্মার্টফোন বিক্রি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বাজারে একদিনে ১২ লাখ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে ভারতে শুরু হয়েছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। চলতি বছর এ উপলক্ষে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও ফ্লিপকার্ট তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। সেখানেই স্যামসাংয়ের ফোন কেনার হিড়িক পড়ে যায়।

এই দুই ই-কমার্স প্ল্যাটফর্মে প্রথম দিনেই অন্যান্য পণ্যের সাথে স্মার্টফোন বিক্রি হয়েছে চোখে পড়ার মতো। বর্তমান সময়ে রিয়েলমি, শাওমিসহ, অপোসহ অন্যান্য ডিভাইস বেশি জনপ্রিয় হলেও স্মার্টফোন বিক্রির নতুন নজির তৈরি করেছে স্যামসাং। একদিনেই তাদের ১২ লক্ষ গ্যালাক্সি ডিভাইস বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যার অর্থের পরিমাণ ১ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

এই ফেস্টিভ্যাল সেলে সর্বাধিক বিক্রি হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এম১৩ মডেলটি।

প্রসঙ্গত, পূজা উপলক্ষে স্যামসাং তাদের সদ্য বাজারে আসা গ্যালাক্সি এস২০ এফএ, গ্যালাক্সি এস২২ আল্ট্রা, গ্যালিক্স এম৫৩, এম৩৩, এম৩২ প্রাইম এডিশন এবং এম১৩ ডিভাইসের দাম অনেকটাই কমিয়েছে। এছাড়া প্রিমিয়াম রেঞ্জের এস২২ সিরিজের ফোনের দাম কমিয়েছে ১৭ থেকে ৩৮ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply