fbpx

একদিনে করোনায় মৃত্যু ৭০, শনাক্ত ৩,১৬৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন আরও ৭০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৩৬ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ২৬ হাজার ৪৩২ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত একদিনে ২৯ হাজার ৪৩৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে ৩ হাজার ১৬৭ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৭৬ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।

করোনা আক্রান্তের পাশাপাশি একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫.৫২ শতাংশ। এ যাবৎকালে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply