fbpx

একমাস নারকেল খেয়েই বেঁচে ছিলেন দ্বীপে আটকে পড়া তিনজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আংগুইলা কে দ্বীপ থেকে এক মাসেরও বেশি সময় আটকে থাকার পর উদ্ধার করা হয় কিউবার তিন নাগরিককে।

ফ্লোরিডা কিজ ও কিউবার মধ্যবর্তী বাহামার নামক স্থানের এই জনমানবহীন দ্বীপটিতে নৌকাডুবির কারণে আটকে পড়েন তারা।

গত সোমবার আংগুইলা কে দ্বীপের ওপর দিয়ে মার্কিন কোস্টগার্ডের ক্রুরা একটি হেলিকপ্টার করে নিয়মিত টহল দেওয়ার সময় নিচে মানুষের নড়াচড়া দেখতে পান। এসময় আটকে পড়াদের একজন হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে কাপড়ের টুকরো ওড়াতে থাকেন।

বিবিসির খবরে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তারা ৩৩ দিন শুধু নারকেল খেয়েই বেঁচে ছিলেন। তাঁদের নৌকা ডুবে যাওয়ার পর তারা সাঁতরে এই দ্বীপে আশ্রয় নেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া একজন ক্রু বিবিসিকে জানান, ‘তাঁরা কীভাবে এত দিন বেঁচেছিলেন তা ভেবে আমি অবাক হয়ে গেছি।‘

মঙ্গলবার এই তিনজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করে ফ্লোরিডায় চিকিৎসা করাতে পাঠানো হয় বলে জানায় উদ্ধারকারীরা।

Advertisement
Share.

Leave A Reply