fbpx

একুশে বইমেলার শেষ দিন আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ শনিবার (২ মার্চ) শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা ২৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও প্রকাশকদের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার সময় আরো দুই দিন বাড়ানোর অনুমতি দেন। মেয়াদ বাড়ানোর পর এবার মেলার সময় ৩১ দিনে পৌঁছেছে।

বইমেলা আজ সকাল ১১টায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে।

এ বছর অধিবর্ষ হওয়ায় বইমেলার স্বাভাবিক সময় ২৯ দিন ছিল। এরপরও প্রকাশকদের দাবি ছিল মেলার সময় শুক্র-শনিবার পর্যন্ত বৃদ্ধি করার। এক্ষেত্রে ছুটির দুটো দিন ব্যাপক জনসমাগমের ফলে বিক্রি বেশি হওয়ার বিষয়টি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আবেদনে উল্লেখ করে।

এদিকে এবারের বইমেলায় বড় ভূমিকা রেখেছে মেট্রোরেল। জ্যামে আটকে না থেকে ঢাকার উত্তরা থেকেও স্বাচ্ছন্দ্যে মানুষ বইমেলায় যেতে পেরেছে। শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থীদের জমজমাট উপস্থিতিতে বইমেলার প্রতিটি দিন সরগরম ছিল।

Advertisement
Share.

Leave A Reply