fbpx

‘এক চীন’ নীতির প্রতি সমর্থন থাকায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞ চীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ ৭ আগস্ট রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে গতকাল শনিবার বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থে‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফ‌রের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আজ রোববার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ম‌ধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

দেড় ঘণ্টার বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে চারটি সমঝোতা স্মারকগু‌লো সই হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৈঠকে শেষে এরপর ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

Advertisement
Share.

Leave A Reply