fbpx

এক বছরে টিকটকের মূল কোম্পানির আয় বেড়ে দ্বিগুণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় অ্যাপ টিকটকের মালিকানা চীনা সংস্থা বাইটড্যান্সের আয় এক বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২০২০ সালে কোম্পানিটির রাজস্ব এক লাফে ১১১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিবিসি বলছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি মেমো প্রকাশ করার পর দেখা যায়, ২০২০ সালে তাদের রাজস্ব আয় ১১১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে সারা বিশ্বে এই প্ল্যাটফর্মে মাসিক ১ দশমিক ৯ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল বলেও মেমোতে দেখা যায়।

শুধু তাই নয়, বাইটড্যান্সের বার্ষিক মূল লভ্যাংশ ৯৩ শতাংশ বেড়ে ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে তাদের ৪৫ বিলিয়ন ডলার নেট ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে বিবিসি।

২০১২ সালে যাত্রা শুরু করে বাইটড্যান্স। আর ২০১৬ সালে কোম্পানিটি টিকটক অ্যাপ আনে। যেখানে বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে। ফেসবুক, ইউটিউবকে পেছনে ফেলে এটি পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ।

Advertisement
Share.

Leave A Reply