fbpx

‘এটি সাইনবোর্ড নয়, আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ট্রাক চাপায় নিজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিহত মাহমুদ হাবিব হিমেলের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নামকরণ করেছে শিক্ষার্থীরা। নির্মাণাধীন ওই ভবনের নাম ‘মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এক সাইনবোর্ড টাঙিয়ে দেন।

গত ১ ফেব্রুয়ারি রাতে নির্মাণাধীন ভবনের সামনে ট্রাকচাপায় নিহত হন হিমেল। তখন থেকে শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানান। উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদেরকে এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের কাছে নিহত হিমেলের নামে একাডেমিক ভাবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসন সে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।

তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবি প্রশাসনকে স্মরণ করিয়ে দেবে। এছাড়া বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারান। কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা।

Advertisement
Share.

Leave A Reply