fbpx

এবার অটো ডিলিটের ফিচার আনলো টেলিগ্রাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিযোগিতায় টিকে থাকতে হোয়াটসঅ্যাপের সঙ্গে মিল রেখে এবার নতুন ফিচার এনেছে টেলিগ্রাম। ‘ক্লিয়ার হিস্ট্রি’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পাঠানো বার্তা মুছে ফেলতে পারবেন।

হোয়াটসঅ্যাপের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্তের পরই অনেকে বিকল্প হিসেবে এই অ্যাপটিকে বেছে নিয়েছেন।

কয়েক মাস আগেই হোয়াটসঅ্যাপ ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামে একটি ফিচার চালু করে। যেখানে কেউ এই ফিচারটি চালু করলে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো বার্তা সাতদিনের বেশি থাকবে না। সাতদিন পরে এই বার্তা স্বয়ংক্রিয়ভাবেই মুছে যাবে।

টেলিগ্রাম জানিয়েছে, তাদের নতুন ফিচারটিও প্রায় একইরকম। অ্যানড্রয়েড ব্যবহারকারীদের এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে ‘ক্লিয়ার হিস্টরি’ অপশনে যেতে হবে। ব্যবহারকারীরা চাইলে এই বার্তা মুছে যাওয়ার সময়সীমা একদিনও রাখতে পারবেন। আবার চাইলে সেই সময়সীমা সাতদিনও করতে পারবেন।

তবে আইওএস ব্যবহারকারীদের জন্য এক্ষেত্রে প্রথমে কোনো ম্যাসেজ নির্বাচন করতে হবে। পরে ‘ক্লিয়ার চ্যাট’ অপশনে গিয়ে অটো ডিলিট অপশনটি বেছে নিতে হবে। তখন সেটার ডিউরেশন (২৪ ঘণ্টা না সাতদিন) বেছে নিতে হবে।

Advertisement
Share.

Leave A Reply