fbpx

এবার ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হল কঙ্গনার পোস্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন নতুন বিতর্ক তৈরি করেই চলছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। যেখানে কঙ্গনা, সেখানেই বিতর্ক। কিছুদিন আগেই উশকানিমূলক পোস্ট দেওয়ার জন্য কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। তারপর থেকে এই বলিউড কুইন ভরসা রাখছেন ইনস্টাগ্রামে। কিন্তু এবার সেখান থেকেও কঙ্গনার দেওয়া পোস্ট সরিয়ে নেওয়া হল। কঙ্গনার দাবি, এ সবের পেছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’।

গত শনিবার(৮ মে) তিনি ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়ে লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

তিনি এ কথাও জানিয়েছিলেন যে, তিনি এই ভাইরাসকে ধ্বংস করবেন।

সবাইকে  উপদেশ দিয়ে তিনি বলেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে।’

পরের দিন রবিবার দুপুরে কঙ্গনা নতুন পোস্ট দেন। পরবর্তীতে জানা যায়, তার সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

কঙ্গনার দাবি করছেন, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এ বারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’।’

তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও তিনি এক সপ্তাহের বেশি থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান এই অভিনেত্রী।

Advertisement
Share.

Leave A Reply