fbpx

এবার কমলো বাস ভাড়াও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমার পর এবার বাস ভাড়াও কমানো হয়েছে। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বৈঠকে বাস ভাড়া কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়।

বনানীতে বিআরটিএ কার্যালয়ে ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

নতুন সিদ্ধান্তের ফলে দূরপাল্লায় বাসের ভাড়া হবে কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া হবে কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা।

এর আগে গত ৬ আগস্ট প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়।

তখন বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। ফলে দূরপাল্লায় বাস ভাড়া ২ টাকা ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়ার হার দাঁড়ায় কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা।

Advertisement
Share.

Leave A Reply