fbpx

এবার রংপুরে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। তবে খুলনার মতো এখানেও একদিন আগে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে মোটর মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হলেও তারা এ সংক্রান্ত একটি সভা বুধবার রাতে করেছেন বলে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন অবৈধ যানচলাচল বন্ধ ও কুড়িগ্রামে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে।

বিএনপির সমাবেশের আগের দিন থেকে ধর্মঘট ডাকার বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, আমাদের ডাকা ধর্মঘট বিএনপির মহাসমাবেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বুধবার রাতে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply