fbpx

এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। এই হামলায় গত ১০ বছরের অন্তত ৪৫ লাখ গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ অগস্ট থেকে গত ৩ ফেব্রুয়ারির মধ্যে তাদের কাছে থাকা যাত্রীদের সব তথ্য এই হামলার শিকার হয়েছে। এর মধ্যে রয়েছে নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট ও ক্রেডিট কার্ডের তথ্য।

তথ্য চুরি যাওয়া যাত্রীদের ক্রেডিটকার্ডসহ প্রয়োজনীয় সব ধরনের পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থাটি জানায় এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই সাথে সার্ভারের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেটা ব্যাংকের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞদের দিয়ে সার্ভার পরীক্ষা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply