fbpx

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিল সৌদি সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরব ব্যতীত যেসব বিদেশি মুসলিম ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাঁদের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। সে অনুযায়ী, সৌদি আরব এখন ১৮ বছর বয়সের নিচে এবং পঞ্চাশোর্ধ্ব কাউকে ওমরাহ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে গালফ নিউজ।

ওমরাহ করতে ইচ্ছুক বিদেশিদের সংখ্যা সীমিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেশটিতে ভ্রমণের আগে বিদেশি মুসলমানদের অবশ্যই সৌদি আরব অনুমোদিত কোভিড-১৯ টিকার সব ডোজ নেওয়া থাকতে হবে এবং ইলেকট্রনিক এন্ট্রি ভিসা পেতে সেই টিকা নেওয়ার সনদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দিতে হবে। এমনটি জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে ‘এতমারনা’ ও ‘তাওয়াক্কালনা’ নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে।

একইভাবে দেশটির নাগরিক ও মুসল্লিদেরও অনুমতি নিতে হচ্ছে, শিশুদের নিয়ে গ্র্যান্ড মসজিদে যেতে বারণ করা হয়েছে। সৌদি আরব গত মাসে তাদের কোভিড-১৯ সংক্রান্ত অনেক বিধিনিষেধ শিথিল করেছিল।

Advertisement
Share.

Leave A Reply