fbpx

ওয়াগনার গ্রুপের প্রধানের মৃত্য নাকি হত্যা?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এমনটাই নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ব্যক্তিগত ওই বিমানে ৭ আরোহীসহ তিনজন ক্রুহ ছিলেন। যাদের সবাই এতে মারা গেছেন এমনটাই ধারণা।

প্রিগোজিনের মৃত্যুর সংবাদের পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। নিজেদের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ক্রেমলিনের প্রতি যাদের আনুগত্য নেই, তাদের প্রতি একটি বার্তা এই বিমান বিধ্বস্তের ঘটনা।

তিনি আরও লেখেন, ‘বিদ্রোহের দুই মাস পর ওয়াগনার কমান্ডারের মৃত্যুর মাধ্যমে পুতিনের পক্ষ থেকে রাশিয়ার এলিট সমাজের প্রতি ২০২৪ সালের নির্বাচনের আগে একটি বার্তা দেওয়া হয়েছে, ‘সতর্ক থাকুন, অনানুগত্যর শাস্তি মৃত্যু।’

গেল জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানে বা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। প্রিগোজিন ২৩-২৪ জুন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ইউক্রেন থেকে তার সৈন্য সরিয়ে নিয়েছিলেন এবং দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডন দখলে নিয়েছিলেন। পাশাপাশি তিনি মস্কোর দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছিলেন।

এর আগে, ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানায় যে, প্রিগোজিনের মালিকানাধীন প্রাইভেট উড়োজাহাজটি রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। উড়োজাহাজটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। এতে সাত যাত্রীর সঙ্গে তিনজন ক্রুও ছিলেন।

ওই উড়োজাহাজটি তিভিয়ের অঞ্চলের কুঝেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। স্থানটি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের প্রায় মাঝামাঝি দূরত্বে।

গ্রে জোন জানায়, স্থানীয় বাসিন্দারা উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে দুটি ধাক্কার শব্দ শুনতে পান এবং ধোঁয়ার লেজ দেখতে পান।

বার্তাসংস্থা তাস বলছে, প্রিগোজিনকে বহন করা এমব্রায়ের লিগ্যাসি উড়োজাহাজে আগুন ধরে মাটিতে গিয়ে পড়ে। উড়োজাহাজটি আধ ঘণ্টারও কম সময় উড্ডয়ন করেছিল। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জরুরি সেবাদান সংস্থা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে।

৬২ বছর বয়সী প্রিগোজিন ২০১৪ সালে ওয়াগনার প্রতিষ্ঠা করেন। এই গোষ্ঠীতে এখন ২৫ হাজার যোদ্ধা রয়েছেন। ওয়াগনার ইউক্রেন, সিরিয়া, পশ্চিম আফ্রিকায় সক্রিয়। নির্মমতার জন্য এর খ্যাতি রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply