fbpx

ওয়াশিংটন দূতাবাসে একুশে পালিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়াশিংটন ডি.সিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীরা একুশে ফেব্রুয়ারির কর্মসূচিতে অংশ নেন। পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম ২১ ফেব্রুয়ারিতে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন। এরপর দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মো. মাহমুদুল ইসলাম দিবসের কার্যক্রম পরিচালনা করেন। সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশে অব্যাহত উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement
Share.

Leave A Reply