fbpx

ওয়েবফিল্মে প্রীতম হাসান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুরু হলো চরকি প্রযোজিত ওয়েবফিল্ম ‘ইউটিউমার’–এর শুটিং। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত প্রথম এই ওয়েবফিল্মের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জিয়াউল পলাশ।

৪ জানুয়ারি মোহাম্মদপুরের বসিলায় শুরু হয় ‘ইউটিউমার’–এর শুটিং। জানা গেছে, যাত্রা শুরুর অপেক্ষায় থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই ছবিটি দেখা যাবে। শুটিং সেটে কথা হয় নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে।

তিনি বলেন, ‘চরকির সবচেয়ে বিশেষ দিক হলো, তাদের সঙ্গে কাজের স্বাধীনতা আছে। আর তাছাড়া ইউটিউমার ফিল্মটি এখনকার সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। তাই এই সময়ের কনটেন্ট হিসেবে ছবিটি আশা করছি অনেকের ভালো লাগবে।’

কেক কেটে শুরু হয় ‘ইউটিউমার’–এর প্রথম দিনের কাজ। পরিচালক আদনান আল রাজীব, শিল্পী প্রীতম ও পলাশ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস এ বি এম জাবেদ সুলতান, হেড অব মাল্টিমিডিয়া মহিউদ্দিন সাইফুল্লাহ, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এবং কনটেন্ট অফিসার আদর রহমান। চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘বছরের শুরুর দিনই আমরা কথা দিয়েছিলাম দর্শককে ফিল্ম, ফান, ফূর্তিতে রাখতে চরকিতে ১২ মাসে ১২টি সিনেমা মুক্তি দেওয়া হবে। সেই কথা রাখতেই আমরা ইউটিউমার–এর প্রযোজনা শুরু করলাম।’

‘ইউটিউমার’ তৈরি হচ্ছে সমসাময়িক গল্প নিয়ে। ভার্চুয়াল জগত ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগে কারবার চলে, এই ছবিতে এর ছাপ ফুটে উঠবে বলে শোনা যাচ্ছে। আদনান জানালেন, শুধু শুরুটাই নয়, ইউটিউমারের ধাপে ধাপে আছে চমক। আঁচ করা যাচ্ছে, ছবিটি ঘিরে উত্তেজনা সবে শুরু হলো।

ওয়েবফিল্মে প্রীতম হাসান

কেক কেটে শুরু হয় ‘ইউটিউমার’–এর প্রথম দিনের কাজ।

শুটিং সেটে আয়োজন করেই মুখোশ উন্মোচন করা হয় প্রীতম আর পলাশের। গানের মানুষ প্রীতমের সিনেমায় নাম লেখানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘যখন শুনলাম আদনান আল রাজীব ওয়েবফিল্মের ডিরেক্টর, তখন এক বাক্যে রাজি হয়ে গেলাম। আর ইউটিউমারের গল্পটা এতটাই দারুণ যে, অভিনয়ের সাহসটা করে ফেললাম।’

পলাশ বলেন, ‘এখন ভালো কনটেন্ট নির্মাণের সময় এসেছে। চরকির মতো প্ল্যাটফর্ম নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। ইউটিউমারের মতো কনটেন্ট নিয়মিত তৈরি হলে দর্শককে আর অন্য কোনো দিকে যেতে হবে না।’

Advertisement
Share.

Leave A Reply