fbpx

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন। ৩ জানুয়ারি বিকেলে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ সাহিত্যের প্রায় সব শাখায়ই ছিল তাঁর বিচরণ। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন।

১৯৩৫ সালে বিক্রমপুরে জন্ম গ্রহণ করেন তিনি। তাঁর স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। তাঁদের চার সন্তানের মধ্যে রয়েছে, ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply