fbpx

‘কবিতার চার লাইনে’ প্রশংসিত জোভান-তানিয়া বৃষ্টি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের ঈদে প্রচারিত বেশকিছু নাটক ও টেলিফিল্ম আলোচনায় আছে, যার মধ্যে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ নির্মাণ করেছেন ‘কবিতার চার লাইন’ নামের একটি নাটক, যা নেটিজেনদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি-জোভানের অভিনয়ও মন কেড়েছে সবার।

নাটকটি নিয়ে নির্মাতা বান্নাহ্ বলেন, ‘কবিতার চার লাইন’ নাটক হলো একদম পিওর রোমান্টিক একটি নাটক। অনেকদিন পিওর রোমান্টিক কাজ করি না। ফাইনালি মনে হলো একটা কাজ করি আমাদের প্রযোজক আকবর হায়দার মুন্না ভাইয়া। যিনি ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট এর কর্ণধার। উনি আমাকে বললেন যে আমার সঙ্গে ঈদে একটা পিওর রোমান্টিক কাজ করতে চান। সেখানে থেকে মনে হলো যে, এমন একটা কাজ করি, মুন্না ভাই আমাকে বললেন যে জোভান তো আমাদের পছন্দের শিল্পী ওকে নিয়ে এই কাজটি আমরা করব। জোভানের সাথে আমরা তানিয়া বৃষ্টিকে নিয়ে কাজ করতে পারি কি না। কারণ তানিয়া বৃষ্টি কে আমরা সাধারণত এরকম কাজ দেখি না। মুন্না ভাইয়ের চাওয়া ছিল এমন একজন যে একদম রোমান্টিক তালিকার বাইরে। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের একটা মাইন্ডসেট হয়ে যায় একই চরিত্রে বার বার একজনকে দেখার। সেখান থেকে ভেঙে বের করা কঠিন ছিল। এখন সবাই বলছে তানিয়া বৃষ্টি খুবই ভালো করেছে। আর জোভান অলওয়েজ দারুন অভিনয় করে। বিশেষ করে রোমান্টিক গল্পে বেশি ভালো করে হাতে গোনা কয়েকজন। তাদের মধ্যে জোভান একজন। আমি মনে করি কাজটা খুব ধরে করা এবং কাজটায় মাহাতিম সাকিবের গাওয়া গানটিও। পপুলার হয়েছে। ওভারঅল যদি গল্প নিয়ে বলতে যাই তবে বলবো এটা পিওর রোমান্টিক সুপার রোমান্টিক একটা গল্প।মানুষ খুবই পছন্দ করেছেন তবে সেই অর্থে ভিউ তেমন আসেনি। তবে আমরূ বিশ্বাস মানুষের কাছে এ কাজ ধীরে ধীরে পৌছাবে।মানুষ এই কাজটি পছন্দ করবেন আমি নিজে কাজটি করে খুশি। নিজের কাছে আসলে ভালো লাগে যখন দেখি নাটকটি।”

Advertisement
Share.

Leave A Reply