fbpx

কমতে শুরু করেছে চালের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চালের দাম ক্রমাগত বেড়েই চলছিল। অস্থিরতা দেখা দিয়েছিল চালের বাজারে। তবে সরকার বেসরকারিভাবে চাল আমদানির ঘোষণা দেওয়ার পর চালের বাজারে দাম কমতে শুরু করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

১দিনের ব্যবধানে কেজিতে অন্তত ৪-৫ টাকা কমে বিক্রি হচ্ছে চাল।

চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে চাল আমদানি শুরু হলে স্বাভাবিকতা ফিরবে চালের বাজারে। কম দামে কিনতে পারবেন ভোক্তারা।

চাল মিলের মালিকরা কারসাজি করে ধান কিনে মজুদ করে চালের। এর ফলে তারা উৎপাদন কমিয়ে দেওয়ায় বাজারে সরবরাহ কমে যায়। আর এ কারণে প্রতিদিনই বাড়তে থাকে চালের দাম।

গত ১ মাসে অন্তত কেজিতে ১০-১২ টাকা বেড়ে বিক্রি হয় সব ধরনের চাল। ফলে অস্থিরতা দেখা দেই চালের বাজারে। অতিষ্ট হয়ে উঠে ক্রেতারা। এই অবস্থায় সরকার মঙ্গলবার ভোক্তাদের সুখবর দিতে এবং চালের দাম নাগালের মধ্যে রাখতে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। আর এই খবরে কমতে শুরু করেছে সব ধরণের চালের দাম।

এদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহীনুর রেজা জানান, শুল্কমুক্ত ভাবে আমদানি করা হলে এর সুফল ভোক্তারা পাবে। কারণ চালের দাম অনেক কমে আসবে।

Advertisement
Share.

Leave A Reply