fbpx

করোনাভাইরাসের উৎসের খোঁজে চীনে বিশেষজ্ঞ দল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের উৎস সন্ধানে অবশেষে চীনের উহানে কাজ শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে এবার মাঠ পর্যায়ে কাজ করবেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে দলটি কোয়ারেন্টাইন হোটেল ছেড়েছেন। তদন্তকারী দলটি এখন গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল ও সামুদ্রিক খাদ্যপণ্যের বাজারে যাবেন। সেখানে স্থানীয়দের সাথে কথা বলে তথ্য যোগাড় করবেন।

গত ১৪ জানুয়ারি সংস্থাটির ১৩ সদস্যের একটি দল উহানে পৌঁছান। এরপরই তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এই সময় তারা নিজেদের মধ্যে ও চীনা বিজ্ঞানীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন। তাদের এই গবেষণা নির্ভর করবে চীনা কর্মকর্তাদের দেওয়া প্রমাণ বা নথিপত্রের ওপর।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চীনের উহানে। তবে দেশটি দাবি করে করোনার উৎপত্তি চীনে নয়, অন্য কোনো দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েক দফা উহানে বিশেষজ্ঞ দল পাঠাতে চাইলেও বেঁকে বসে বেইজিং।

Advertisement
Share.

Leave A Reply