fbpx

করোনায় বিশ্বে হতদরিদ্র বেড়েছে ১০ কোটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে নতুন করে হতদরিদ্রের কাতারে নেমেছে ১০ কোটিরও বেশি মানুষ, জানিয়েছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
ওয়াশিংটনে ছয়দিনব্যাপী বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ বার্ষিক সভার পঞ্চম দিন শুক্রবারে উন্নয়ন কমিটির ঘোষণায় এই তথ্য জানানো হয়।
সেখানে আরও বলা হয়, নতুন হতদরিদ্র হওয়ার ক্ষেত্রে মধ্যম আয়ের দেশগুলো বেশি ভুগবে। করোনার কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়ে হতদরিদ্র হওয়া প্রায় ৮০ শতাংশই মধ্যম আয়ের দেশের নাগরিক। সেই হিসাবে বাংলাদেশসহ মধ্যম আয়ের দেশগুলোর আট কোটি লোক অতিদরিদ্র হয়ে গেছেন। কারণ, হতদরিদ্র হওয়ার তালিকায় বাংলাদেশ অন্যতম।
আইএমএফ ও বিশ্বব্যাংক বলছে, অতিমারির কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) দুটি লক্ষ্য অর্জনের গতি বিপরীতমুখী হচ্ছে। লক্ষ্য দুটি হলো দারিদ্র্য বিমোচন ও সুষমভাবে সমৃদ্ধি (সবার উন্নয়ন সমভাবে হবে)। বাংলাদেশে একদিকে দারিদ্র্য বিমোচনের গতি কমেছে, অন্যদিকে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে। এর মানে, বৈষম্য বৃদ্ধি পেয়েছে, সুষম সমৃদ্ধি হচ্ছে না।
বর্তমানে বিশ্ব অর্থনীতিতে যে পুনরুদ্ধার প্রক্রিয়া চলছে, সেটাকে অসম প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছে আইএমএফ ও বিশ্বব্যাংক।
Advertisement
Share.

Leave A Reply