fbpx

করোনায় একদিনে ৫ মৃত্যু, হাজারেরও বেশি শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। যার মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন। ৫ জন মৃতের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ গেছে মোট ২৯ হাজার ২১৭ জনের।

বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত একদিনে দেশের ৮৮০টি পরীক্ষাগারে ৭ হাজার ৪৪৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে এক হাজার ২৭ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জন।

করোনায় সংক্রমিত হবার পাশাপাশি একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৯ জন রোগী। আক্রান্ত তুলনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৫ শতাংশ। এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন রোগী।

Advertisement
Share.

Leave A Reply