fbpx

করোনায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক নুরুল করিম বলেন, ‘প্রথমে মারুফের শরীরে করোনার কোনো উপসর্গই ছিল না। কিছুদিন ধরে পেটের পীড়ায় ভুগে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা হাসপাতালে পাঠান। সেখানে করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায়ই মারা যান মারুফ।’

জানা গেছে, মারুফ বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় তিনি।

Advertisement
Share.

Leave A Reply