fbpx

করোনা আক্রান্ত খোন্দকার ইব্রাহিম খালেদ আইসিইউতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আইসিইউতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। মঙ্গলবার ২ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেন তার পারিবারিক সূত্র।

ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, করোনা ধরা পড়ার পর তার বাবাকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

তিনি আরও জানান, গতকাল সোমবার রাতে তাকে কেবিনে নেওয়া হয়। তবে আজ মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

তিনি বলেন, ‘বাবার শারীরিক অবস্থা ভালো না। রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। করোনা পজিটিভ। ৮০ শতাংশ নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

Advertisement
Share.

Leave A Reply