fbpx

করোনা আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। তার উপসর্গ মৃদু বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়, এই মুহূর্তে তিনি ‘মৃদু ঠান্ডায়’ ভুগছেন। উপসর্গ মৃদু হলেও তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। আশা করা হচ্ছে তিনি শিগগিরি সুস্থ হয়ে উঠবেন। এবং আগামী সপ্তাহ থেকে অল্প করে দায়িত্ব পালন করতে পারবেন।

রানী দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসের বিরুদ্ধে সব ধরণের বিধিনিষেধ ও নিয়মাবলী মেনে চলতেন বলেও জানায় বাকিংহাম প্যালেস।

এর আগে গেল সপ্তাহেই রানীর বড় ছেলে প্রিন্স চালর্স করোনা আক্রান্ত হয়েছিলেন। রানী দ্বিতীয় এলিজাবেথ তার থেকেই সংক্রমিত হয়েছে বলেই জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply