fbpx

করোনা: এক সপ্তাহে এক কোটি বুস্টার ডোজ দেয়া হবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশজুড়ে করোনার বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এক সপ্তাহে এক কোটি মানুষের করোনা টিকার তৃতীয় ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, সারা দেশের নির্ধারিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বুস্টার ডোজ দেয়া শুরু হবে। ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতেও টিকা দেয়া হবে। দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পার করেছেন এবং ১৮ বছরের বেশি বয়স এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ পাবেন। সেই সাথে টিকা কার্ড সাথে না থাকলে টিকা দেয়া হবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতকেও পেছনে ফেলেছে।

Advertisement
Share.

Leave A Reply