fbpx

করোনা শনাক্তে খুলনা বিভাগে নতুন রেকর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশ জুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের লাগামহীন সংক্রমণ। আর খুলনা বিভাগে তা ভয়ংকর আকার ধারণ করেছে। করোনা শনাক্তে এই বিভাগ নতুন রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জন করোনা আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ৪০ জন। এ নিয়ে বিভাগে মোট ১ হাজার ৩০০ জন মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। এদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮৯৯ জনে। এ পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৪৭ জন।

Advertisement
Share.

Leave A Reply