fbpx

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে সোদি আরব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ সাড়ে তিন বছর অবরোধের পর কাতারের সাথে সীমান্ত খুল দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। কাতারের ওপর সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, কাতারের সাথে স্থল, আকাশ ও নৌ সীমান্ত খুলে দেওয়া হবে।

সোমবার রাতে কাতার-সৌদি আরব স্থল সীমান্ত খোলা দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। একই সাথে নৌ ও আকাশসীমাও খুলে দিতে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবে একমত হয়ে সৌদি আরব কাতারের সাথে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে।’

এদিকে সৌদির পর, আবরোধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে মিশরও।

এর আগে ২০১৭ সালে, কাতার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মদদ দিয়ে আসছে এমন অভিযোগে দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর । তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।

Advertisement
Share.

Leave A Reply