fbpx

কাল থেকে রাত ১০টার পরেও চলবে মেট্রো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল বুধবার (২৭ মার্চ) রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ১৬ রমজান (বুধবার) থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

বর্তমানে মেট্রো রেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা প্রতি ৮ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করে। আর সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করে।

মেট্রো রেলের নথি অনুযায়ী, এক ঘণ্টা চলাচল বাড়ায় ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে।

Advertisement
Share.

Leave A Reply