fbpx

কিয়েভ ও চেরহিনিব থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া: পেন্টাগন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, ইউক্রেনের কিয়েভ ও চেরহিনিব থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।
পেন্টাগনের এক কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেন, ‘কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়াতে মোয়েন করা হয়েছে।‘

পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেন, ‘আমরা কিয়েভ, চেরনিহিভ ও এর আশেপাশে কোনো রুশ সেনা দেখতে পারছি না।‘
তার দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কিছুই অর্জন করতে পারেননি।

কিবরি বলেন,’ তারা মূলত একটি ছোট্ট জনসংখ্যার কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে….তারা খারকিভ নিয়ন্ত্রণে নিতে পারে নি।‘

ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়া তাদের অভিযান জোরদার করার ঘোষণা দেয়ার কয়েকদিনের মাথায় এমন দাবি করলো পেন্টাগন।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, পরবর্তীতে রুশ বাহিনী আবার কিয়েভ মুখী হতে পারে। তবে এটা এখনও পরিস্কার নয় যে প্রত্যাহার করা সেনাদেরই আবার এখানে পাঠানো হবে কিনা।

ইউক্রেনে রাশিয়া ১৩০ ব্যাটেলিয়ন সেনা পাঠিয়েছিল। তাদের মধ্যে ৮০ ব্যাটেলিয়ন সেনা এখনও দেশটিতে রয়ে গেছে। সংবাদ সংস্থা এপি জানায়, প্রত্যাহার করা সেনার সংখ্যা প্রায় ২৪ হাজার।

Advertisement
Share.

Leave A Reply