fbpx

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ভারতফেরত নারীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মোহচেনা বেগম নামে ভারতফেরত এক নারী মারা গেছেন। ২৭ মে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, মোহচেনা বেগমের বাড়ি দিনাজপুরে। এর আগে ক্যান্সারের চিকিৎসার জন্য পরিবারের সাথে তিনি ভারত যান পরে সেখানে লকডাউনে আটকা পড়েন। পরে দেশে আসলে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকেন তিনি।

গত ২১ মে শুক্রবার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেন মোহচেনা বেগম। পরে তাকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, ক্যান্সার রোগীর রক্ত স্বল্পতা দেখা দিলে হাসপাতালে ভর্তি রেখে রক্ত দেয়া হয়। রাতে তিনি মারা যান।

Advertisement
Share.

Leave A Reply