fbpx

ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তবে তিনি ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস।

বিবিসি জানিয়েছে, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যানসার ধরা পড়ে।

বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, সোমবার থেকেই রাজা তৃতীয় চার্লসের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সব ধরনের পাবলিক ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন।

বিবৃতিতে বলা হয়, রাজা তৃতীয় চার্লস তার চিকিৎসার বিষয়ে খুবই ইতিবাচক। খুব দ্রুতই আবার তিনি নিজের স্বাভাবিক দায়িত্বে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

তার জায়গায় এখন রাজ দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব চালিয়ে যাবেন এবং নথিপত্রে সই করা বা ব্যক্তিগত সাক্ষাতের বিষয়গুলোও যথারীতি চলবে।

Advertisement
Share.

Leave A Reply