fbpx

খিলক্ষেতে ছিনতাইকারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ, নিহত ২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় পুলিশের সাথে সশস্ত্র ছিনতাইকারী দলের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ মে) সকালে পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মশিউর রহমান জানান, সোমবার দিবাগত রাত ২টা থেকে ২টা ৩৫ মিনিটের মধ্যে পুলিশের সাথে সশস্ত্র ছিনতাইকারী দলের বন্দুকযুদ্ধ হয়। এ সময় আশপাশের মানুষের সহায়তায় দুই জন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্ত্রাসীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত দুই জন হলেন, ৩০ বছর বয়সী এনামুল ও ২৮ বছর বয়সী মো. রাসেল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দু’টি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, নয়টি স্মার্ট ফোন ও ফিচার ফোন, ১৬ পিস ইয়াবা, একটি লাইটার এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করে।

মশিউর রহমান আরও জানান, ঈদের পর লাখ লাখ মানুষ এখন ঢাকা ফিরতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে গভীর রাতে বাস-মিনিবাসের মতো গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার অথবা মাইক্রোবাসে করে গন্তব্যে ফিরছেন। আর এই সুযোগে কয়েকটি চক্র রাইড শেয়ারের নামে মানুষের সর্বস্ব ডাকাতি করছে বলে অনেক অভিযোগ পেয়েছে পুলিশ। এসব অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগের একাধিক টিম গোয়েন্দা তথ্য অনুযায়ী টহল জোরদার করেছে কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার, খিলক্ষেত, কাওলা, ঢাকা-ময়মনসিংহ রোড ও পূর্বাচলগামী ৩০০ ফিট রাস্তায়।

মশিউর রহমানের তথ্য অনুযায়ী, গতকাল রাতে তল্লাশির জন্য পুলিশ অটোরিকশার গতিরোধ করলে সন্ত্রাসীরা নেমেই পুলিশের দিকে গুলি চালাতে শুরু করে। তাই পাল্টাপাল্টি পুলিশও তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিহতদের বিষয়ে জানান, ভোর ৪টার দিকে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম দুই জনকে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement
Share.

Leave A Reply