fbpx

খেলোয়াড় ক্যাটাগরিতে শীর্ষ করদাতা সাকিব, মাহমুদউল্লাহ ও তামিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২২-২৩ অর্থ বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দেওয়ায় সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

বুধবার (২০ ডিসেম্বর) ২০২২–২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় ট্যাক্স কার্ড বা কর কার্ড এবং সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই কার্ড প্রধান করা হয়েছে। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

যাদের মধ্যে খেলোয়াড় ক্যাটাগরিতে শীর্ষ করদাতা হওয়ায় এনবিআরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ।

এ নিয়ে টানা তৃতীয়বার সেরা করদাতার তালিকায় স্থান পেলেন তামিম ইকবাল। এর আগে ২০২১-২২ অর্থ বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিলেন তামিম, সাকিব ও নুরুল হাসান সোহান। এর আগে ২০২০-২১ মাহমুদউল্লাহ ও তামিমের সঙ্গে ছিলেন সৌম্য সরকার।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে রাজস্ব বোর্ড সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

Advertisement
Share.

Leave A Reply