fbpx

খোলাবাজারে ছুটছে ডলারের পাগলা ঘোড়া, দর উঠেছে ১২০ টাকা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডলারের বাজারের। পাগলা ঘোড়ার মতো সেটি যেভাবে পারছে, ছুটেই চলেছে। মানি এক্সচেঞ্জে নজরদারি, পুলিশের অভিযান, দামে কারসাজির অভিযোগ নিয়ে ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেয়া-কিছুতেই মিলছে না সুফল। ফলে দেশের বাজারে বেড়েই চলেছে ডলারের দাম।

খোলাবাজারে এখন ডলারের দর উঠেছে ১২০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক ডলারের রেট বেঁধে দিয়েছিল ৯৫ টাকা। কিন্ত খোলাবাজারে এই দামের চেয়ে ২৫ টাকা বেশিতে ডলার বিক্রি হতে দেখা গেছে।

এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা। পরে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে কিছুটা কমে সেই দাম ১০৮ টাকায় গিয়ে ঠেকে।

কিন্তু চলতি সপ্তাহ থেকে আবার দর বাড়তে থাকে। সোমবার খোলাবাজারে ডলার বিক্রি হয় ১১৫ টাকা ৬০ পয়সায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ডলারের তীব্র সংকট আছে। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।

কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরে ডলার মিলছে না ব্যাংকেও। ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিটেন্সেও দর অনেক বেড়েছে।

অন্যদিকে খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে অভিযান শুরু করে বাংলাদেশ ব্যাংক। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের সঙ্গে নিয়ে এ পরিদর্শন কার্যক্রম চালায় কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।  ফলে ডলারের বাজারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এখন নানামুখী পদক্ষেপ নিচ্ছে। তবে সব চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়েই চলেছে ডলারের দাম। এখন এটাই দেখার পালা, পাগলা ঘোড়ার লাগাম কেউ টেনে ধরবে নাকি সেটি ছুটতেই থাকবে?

Advertisement
Share.

Leave A Reply