fbpx

গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গণপরিবহন চালুর দাবিতে আগামী ২ মে, রবিবার থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

করোনাভাইরাসের মহামারীতে সব কিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

রবিবার বিক্ষোভ মিছিলের পাশাপাশি মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছে তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। কিন্ত দেখা যাচ্ছে, সবকিছু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে লকডাউন শিথিল করায় গার্মেন্টস, শপিংমল, কাঁচা বাজার, অফিস আদালত চলছে। শুধু গণপরিবহন বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে সাধারণ মানুষ অনিরাপদভাবে চলাচল করছে। এতে যেমন সংক্রমণের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে তাদেরকে হয়রানিরও শিকার হতে হচ্ছে।

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ৫০ লাখ সড়ক পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জনের পথ বন্ধ হয়ে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এতে অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক।

এই সমস্যা নিরাসনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর পাশাপাশি শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য ১০ টাকায় চাল বিক্রির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply