fbpx

গণভবনে শেখ হাসিনার সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শনিবার (৪ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দুই দিনের সফরে ঢাকায় আসেন টনি ব্লেয়ার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন টনি ব্লেয়ার। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন। এ নিয়ে মোট তিনবার বাংলাদেশ সফরে এলেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply