fbpx

গণভবনে সকলের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী, লাগবে না পাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টায় ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত তিন বছর ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। এ বছর তিনি আগের মতই ঈদের দিন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ইমরুল কায়েস বলেন, “কোনো পাস লাগবে না, যে কেউ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনাময় করতে পারবেন। গণভবনে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করে প্রবেশের সুযোগ দেবেন।”

Advertisement
Share.

Leave A Reply