fbpx

গতকালের ঝড়ে প্রাণ গেছে ১৩ জনের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার (৪ এপ্রিল) বয়ে যাওয়া ঝড়ে দেশের বিভিন্নস্থানে প্রাণ গেছে ১৩ জনের। দুর্যোগে নিহতদের মধ্যে গাইবান্ধায় ১০ জন, ফরিদপুরে ২জন এবং কুষ্টিয়ায় একজন।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন সংবাদমাধ্যমকে জানান, ঝড়ে গাইবান্ধা সদরে চারজন, পলাশবাড়ীতে তিনজন, ফুলছড়িতে দুইজন এবং সুন্দরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে ঝড়ে গাছ চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ তথ্য সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা আক্তার মিলি।

কুষ্টিয়ায় ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রবিউল ইসলাম (৪০)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

 

Advertisement
Share.

Leave A Reply