fbpx

গলায় গণেশ মূর্তি, তোপের মুখে রিহানা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হিন্দু দেবতা গণেশ মূর্তির তৈরি পেনডেন্ট পরে টপলেস একটি ছবি শেয়ার করেছেন গায়িকা রিহানা। আর এতে তিনি ধর্মীয় অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে ছবিটি প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে হাতে ব্রেসলেট, কানে একটি বড় দুল এবং গলায় একটি গণেশ মূর্তি দিয়ে তৈরি করা হীরের পেনডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্ট করলে অনেকেই এটিকে হিন্দু ধর্মের জন্য ‘অসম্মানজনক’ বলে দাবি করেন।

গলায় গণেশ মূর্তি, তোপের মুখে রিহানা

রিহানার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ছবি: ইনস্টাগ্রাম

একজন রিহানার পোস্টে মন্তব্য করেছেন, ‘আপনি আমার সংস্কৃতির একটি দেবতা চিত্রিত নেকলেস পরেছেন। যাঁকে সাংস্কৃতিকভাবে যথেষ্ট পরিমাণে সম্মানের চোখে দেখা হয়।’

আরেকজন লিখেছেন, ‘অন্তর্বাস হিসেবে গলায় গনেশ মূর্তির পেনডেন্ট পরা কতটুকু সমিচীন? এটা কি ঠিক?’

আরেকজনের মন্তব্য, ‘অন্তর্বাসের প্রচারাভিযানের অংশ হিসেবে ভগবান গণেশের একটি পেনডেন্ট গলায় পরার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না।’

গলায় গণেশ মূর্তি, তোপের মুখে রিহানা

গায়িকা রিহানা। ছবি : সংগৃহীত

অন্য একজন লিখেছেন: ‘আমাদের সংস্কৃতি আপনার পোশাক নয়।’

রিহানার ‘ফ্যান্টি’ ফ্যাশন ব্র্যান্ডটি দুই বছরেরও কম সময়ের ব্যবধানে বন্ধ হয়ে যাবে।

সবাই যে বিরুপ মন্তব্য করেছেন তাও নয়। একজন লিখেছেন, ‘আপনি যতক্ষণ হিন্দু ধর্মকে শ্রদ্ধা করেন ততক্ষণ আপনি এটি পরলে ঠিক আছে।’

রিহানার টুইটার অ্যাকাউন্টে ছবিটি ৪০,০০০ বারের বেশি রিটুইট করা হয়েছে।

রিহানা ভারতে নতুন কৃষি আইনের প্রতিবাদকারী কৃষকদের পক্ষে তার সমর্থন প্রকাশ করে মতামত জানানোর মাত্র দু’সপ্তাহ পরেই এই বিতর্ক শুরু হলো। কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতের সরকার রিহানার প্রতি বিরুপ মনোভাব পোষণ করে।

Advertisement
Share.

Leave A Reply