fbpx

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে হামাসের এক কমান্ডারসহ অন্তত ৫০ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ( ৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বাজুম জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রতিটি বোমার ওজন ছিল এক টন। তিনি বলেন, এই ভবনগুলোতে শত শত শরণার্থী বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে ভবনগুলো একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় আমরা বিমান হামলা চালিয়েছি। এতে হামাস নেতা বিয়ার নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি রয়েছে অন্তত ২০০ ইসরায়েলি। এর প্রতিশোধ হিসেবে কয়েক সপ্তাহ টানা বিমান হামলার সঙ্গে গত চার দিন ধরে গাজায় স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। ১ দশমিক ৪ বর্গকিলোমিটার আয়তনের এ শিবিরটিতে জাতিসংঘের তথ্যমতে প্রায় এক লাখ ১৬ হাজার নিবন্ধিত শরণার্থী রয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আগেও একাধিকবার এ শিবিরের ওপর আক্রমণ চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করেছে ইসরায়েল।

Advertisement
Share.

Leave A Reply