fbpx

গাজায় ইসরাইলি হামলায় ১৩ শিশুসহ নিহত ৩৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা এক সপ্তাহ ধরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রবিবারও তাদের হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ নিয়ে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, ইসরাইলের সেনাবাহিনী গতকাল রাতে ঘণ্টাব্যাপী দেড়শোর বেশি রকেট ছুঁড়েছে। গাজার জরুরি সহায়তা দল ধ্বংসস্তূপের মধ্য থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে গাজা উপত্যকার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে ৭০টির বেশি রকেট ছোঁড়া হয়েছে। যেখানে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। যেখানে শিফা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান আয়মান আবু আল-ওফও রয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

Advertisement
Share.

Leave A Reply