fbpx

গাজা ‘শিশুদের জন্য কবরস্থানে’ পরিণত হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজার বর্তমান পরিস্থিতি মানবতার সঙ্কএ পরিনত হয়েছে, এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ফিলিস্তিনের এই উপত্যকাটি ‘শিশুদের জন্য কবরস্থানে’ পরিণত হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।

জাতিসংঘের মহাসচিব আরও বলেন, গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন আহত হচ্ছে অসংখ্য শিশু। এই সংঘাত বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। এই যুদ্ধ নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।

সংবাদ সম্মেলনে গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার নিন্দা জানান গুতেরেস। তিনি অভিযোগ করে বলেন, বেসমারিক লোকজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে হামাস।

ইসরায়েলে হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪ হাজার এক শর বেশি শিশু রয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েক হাজার শিশু।

ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply