fbpx

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন তোসুকা গার্মেন্টসের কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। কারখানার বাইরে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের উপস্থিতির প্রতিবাদে শ্রমিকেরা কারখানার ফ্লোরে ফ্লোরে ভাঙচুর চালান।

 

 

বৃহস্পতিবার বিকেলে কারখানাটিতে ভাঙচুর করেন শ্রমিকেরা। বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

 

 

তোসুকা পোশাক কারখানায় অন্তত ১৮ হাজার কর্মী কাজ করেন বলে জানা গেছে। কারখানার বিভিন্ন ফ্লোরে কর্মকর্তাদের পেটানো হয়েছে বলেও জানা গেছে।

 

 

 

চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলন করে আসছেন। গত মঙ্গলবার সরকারের পক্ষ থেকে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। শ্রমিক সংগঠনগুলো এ মজুরি প্রত্যাখ্যান করেছেন।

Advertisement
Share.

Leave A Reply